ক্রমাগত  দিনের  আলোয়
কত অজানা পাতা ছড়িয়ে
প্রান্তিক  কিনারায় শুধুই পাতার ভীড়
শাখা প্রশাখার অবিচ্ছিন্ন বুনুনি
হিম, স্থির  অন্ধকার বাতাসে অজেয় অবয়বে শান্ত
ধূসর  মেঘের রঙে পরিব্যাপ্ত  আকাশ  আলো
আঁকাবাঁকা  শাখার  ভীড়ে
এক মানুষের মতো  ছায়া
ঢের দূরে ... ঢের দূরে...


পৌষালী  রাতে স্বপ্নে ডুবে
দিগন্তে  মেলে দেয়
হয়ে ওঠে  গাছ থেকে  বনস্পতি...