একটা  তৈরি বাঁধের উপর হেঁটে  যাচ্ছি
অমাবস্যার মধ্যরাতে
সামনে - পেছনে কয়েকটি টর্চের আলোমাখা
শরীর আমাকে চেপে ধরি
মুহূর্তের অন্ধকার আমার মুখের সামনে
আঁকা - বাঁকা বাঁধের গায়ে গায়ে
বিষধর সাপের গর্তের প্রান্তে আমার পা পড়লে
আমাকে টেনে নিয়ে যায়
নিজস্ব গড়া বাঁধের আঁধারে।