অনেক হয়েছে আর নয়,
আর নয় ভোট ভোট।
হাত মিলিয়ে পাড়ায় পাড়ায়,
সবাই এসো বাঁধি জোট।


ঝাড়াই বাছাই করি এসো,
কর্পোরেট ও তাঁর চামচা দল।
চামচা দলের মুখোশ ছিঁড়ে,
স্বরূপ প্রকাশ করি চল।


আন্দোলনের রাস্তা ধরলে,
ভোটের বাক্সে দৃষ্টি ঘোরায় ।
যাদের ভোটে জেতে তাঁরা,
তাদের ওপর শোষণ চালায়।


আর এক দিকে আম জনতা,
ছাত্র যুবক শ্রমিক কৃষক ।
জোট বেঁধে আয় লড়াই করি,
ছিনিয়ে নিই আপন হক।


বোমা গুলি খুনোখুনি,
ভোট কে করে প্রহসন।
ঐক্য গড়ে লড়াই করে,
সাম্য আনুক জনগন ।