ছোট থেকেই বন্ধু শব্দটি গুছিয়ে রেখেছি হৃদয়ে
অথচ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের আড্ডায়
ভরে উঠত জীবন অধ্যায়
একটা খোলামেলা আলাপচারিতা
হৈহৈ করে কেটে যেত দিনের বেশির ভাগ সময়
কখনও মনে হত না  এরা দূরে চলে যাবে!
একটু একটু করে জীবন কর্মে ব্রতী হই
যে যার মত করে চলে যায় আপন কাজে
অথচ কত বন্ধুর চোখের কাঁটা হয়ে যাই
প্রকাশ্যে সে বন্ধুর ইজ্জত নষ্ট করে
নিজেকে প্রভাবশালী কর্মী ভাবে


বন্ধুর  আসল পরিচয় তার ব্যবহারিক শব্দ ব্যাকরণে খুঁজে পাই
ধীরে ধীরে ফিরে আসি
ভাবি নির্জন রাত্রির কোণে অতীত কথা
এসব পুরনো আঙ্গিক ঝেড়ে ফেলে দিই
নতুন করে জীবন সাজাই।এইটুকু...