তোমার ঘর,তোমার সংসার,তোমারই পরিবার
তবুও  যেন কোথায় তোমার ভয়
সেখানে তুমি ভয় কিংবা সংশয় নিয়ে
পরিবারের সুখ দেখতে চাও
সেই সুখ তোমার থেকে  বারবার কেড়ে নিতে চায়
তোমরাই কাছে মিথ্যে মিথ্যে ভালোবাসার
নাটক করে বেড়ায়
সে তোমারই আপন বন্ধু
যার নাটকে বশিভূত হয়ে
সংসার ছেড়ে তুমি ছুটে চলো
অলৌকিক মরিচীকার পেছনে
সংসার বন্ধকি হয়ে যায়
তার সাথে সাথে তোমার বিবেক ও বুদ্ধি
সবই বন্ধুতে বন্ধকি