১.
দূর্নীতির ছিঁটে ছড়িয়ে পড়েছে প্রকাশ্য  পথে
স্বচ্ছতার মুখ উজ্জ্বল হয়


জয় হোক মা,মাটি মানুষের।


২.
ক্ষমতায় ফিরে আসতে
কত ভয়ঙ্কর  দিন গুলো গেছে—
সেই আতঙ্ক  আজও জনতার চোখে
হাত জোড় করে গণতন্ত্রের  ভিক্ষা চায়—


ভিক্ষারও ভাষা পাল্টে যায়
সে-ও  ঘোরাতে পারে বাঁক
শুরু তো হল ঝড়।


৩.
চটি পরলেই সৎ  হওয়া যায় না
বরং সত্যবাদী হও,সত্যবাদী...


৪.


ঐ তো তোমার প্রিয়  অনুব্রত ও পার্থ
তাদের কাছে যাও, প্রমাণ করো...
শুধু  টাকা ছড়ালে সব কিছু করা যায় না
একটা জীবিকারও দরকার
জননী — চাকরি দাও, চাকরি...


৫.
কয়েকটি বছর সব সৌন্দর্য কেড়ে নিলে
মানুষের মনে বিষাদের ছায়া
অতি কৌশলে বানালে নিজের ঘর
কারা যেন কান্নায় ভেঙে পড়ে
শিক্ষায় দিলে না কোনো দাম।


৬.
অতি যত্ন করে কত দিন প্রাচীর দিয়ে ঘিরলে
তোমারই প্রিয় বাগান
চারদিকে  এতো  স্তাবক তোমার
তবুও  কেন শ্রী ঘরে আজ?


৭.
সাধারণ মানুষের রক্ত জল করা টাকা
তুমি কত কায়দায় দেওয়ালে বন্দী করো
আমজনতা সহজ সরল
তাদেরকে কত প্রকল্পের  লোভ দেখাও।


৮.


উচ্চ শিক্ষা ঝরে পড়ছে
তোমার কৃতিত্বের বাক্সে
এক'শো-র এক'শো নাকি পেয়ে
টাকা চুরির সমীক্ষাতে।


৯.
এগিয়ে বাংলা  বিজ্ঞাপনের জোয়ারে
বুদ্ধিজীবীরা বুকে এঁটে
ঘুমায় পুরষ্কারের ব্যান্ডেলে।


১০.


তোমায় ঘিরে কতজন ধনী
তুমিও তাদের উপরে
এরোপ্লেনে কত খরচ
মেটায় তা মানুষে।