নেতা, নেত্রীর  ছবি শোভিত শহর - গ্রামের সবকটি রাস্তা,


উন্নয়নের প্রচারের আড়ালে  ঢেকে যায় পৃথিবীর রূপ  আর  মুখ,
চারিদিকে  হিংসার কোলাহল  
আর পুতুলের খেলা
জনমানসের অন্তরে  শুধুই  গরল
পতাকায়  মুখোরিত  রঙ বাহারী  বিজ্ঞাপন
শ্লোগানে মুখরিত দিক- দিগন্ত,
কুয়াশাচ্ছন্ন আকাশে তারাদের  কান্না
লজ্জায় মুখ ঢাকে বসুধা
কয়েকগুণ  ভয় সামনে -পেছনে


মৃত্যুর শিহরণে ব্যাকুল  প্রাণীকূল,
আয়নায় নিজের মুখ দেখে অস্তিত্ব হারাই
সময়ের নামতায়
নতুন প্রজন্মের বাসস্থান  আজ এতই অনুর্বর ,
মাটির গন্ধ আর দূষণের গন্ধ
কচি-কাচাদের দর্শনের
প্রথমভাগ


সেখানেই উজ্জ্বল  ছবির বিজ্ঞাপন
ধূলো  ওড়ে চোখে  
প্রলাপের অনবদ্য  কোণে


ধ্বংসের  অববাহিকায়  মৃত্যুর পরেও
জেগে শুধু  বাংলায়
ছবির  বিজ্ঞাপন।