শীতের শেষ, এখনো আসেনি
গ্রীষ্ম তেমন ভাবে,
স্নিগ্ধ বাতাস বয়ে আনে
নানান ফুলের সুবাস
গাছে গাছে আজ  নতুন কিশলয়,
বসন্ত এলো ওই !
চারদিকেতে তারই যেন
আনন্দময় প্রকাশ ।


এদিকে ওদিকে গাছে গাছে ওই
পাখিদের ছোটাছুটি,
ভোরের সূর্য আলোয় ভরা
জড়সড় নয় আর,
কোয়েলের গানে দোলা দেয় মনে
শিহরিত তনু,চোখে লাগে ঘোর,
শুরু হয়ে যায় মনের গভীরে
খুশির তোলপাড় !


আকাশের দিকে তাকিয়ে দেখি
ডানা মেলে দিয়ে চিল
চলেছে উড়ে আকাশ পাড়ে,
বসন্তের ছোঁয়া  মনে !
আহ্লাদে বুঝি সেও ডগমগ
সঙ্গিনী খোঁজে আকাশেতে ঘুরে ঘুরে ।


বসন্ত এলো, বসন্ত এলো ফের
আবার ফুটেছে গাছে গাছে কত ফুল
আবার শীতের জড়তা কে ঝেড়ে ফেলে
সবার মনে প্রেমের হুলুস্থূল !


বসন্ত এলো, হৃদয়ে দিয়েছে দোলা
দু'চোখে নেশা মনেতে রঙের ছোঁয়া
প্রকৃতির রংএ ছুপিয়ে নিয়েছি মন
সেই মন আজ কোথায় গিয়েছে খোয়া ।


বসন্ত এলো, রংএর পরশ মনে
রংএর খেলায় মেতে উঠি এসো আজ
এসো না সবাই রং মাখি দেহে মনে,
সবারই আজ হোক না রঙিন সাজ !