বসন্ত এসে গেছে
যাও উঠানে গিয়ে দাঁড়াও
পলাশ ফুলটি দুলছে কেবল
সন্ধ্যার বাতাসে।


তোমার মনটা  যা চেয়েছিল
কয়েকটি বছর আগে
দুজনে ঘর বেঁধেছিলে  নিবিড় অনুরাগে
হঠাৎ করে হারিয়ে গেল তোমার থেকে দূরে
আজ সন্ধ্যায়  ফিরে আসে
তোমার ভালোবাসা


কোনো কিছু  শেষ হয় না, হয়না  শেষ কিছু
তোমার ভালোবাসা বেঁচে আছে
বসন্তের নি:শ্বাসে।


   বসন্ত এসে গেছে
যাও গিয়ে উঠোনে গিয়ে দাঁড়াও
বাসন্তী রং লাগছে গায়ে
সন্ধ্যার বাতাসে।


কোনো কিছু শেষ হয় না, হয় না শেষ কিছু
হৃদয়খানি জাগিয়ে তোলে
কুয়াশা মাখা  গন্ধ ঘাসে
সারাটা রাত তুমি জেগে
কত স্মৃতির স্বপ্ন এঁকে রাখো
মনের ভেতর নতুন শান্তি
পাবে উঠোন পাশে।


ভাবছো বসে আপন মনে  যন্ত্রণাটা আছে
সন্ধ্যাবেলার তারাদের কাছে প্রশ্ন রেখে আসে
বসন্তেরই হাওয়ায় মাঝে
সান্ধ্য নদী ছুটে আসে
নীরব নয় আর উঠোন মাঝে
ভালোবাসার  উছ্বাসে  আজ
হেসে ওঠ -
বসন্তের আহ্বানে
সন্ধ্যার বাতাসে