অসহ্য সময়
রাত জেগে আছি, অন্ধকার রাত
সারাটা পৃথিবী নিবিড় ঘুমিয়ে গেছে,
আমার দু'চোখ চেয়ে আছে
কখন আঁধার কেটে সূর্যের এক টুকরো আলো আমার ছাউনিতে আসবে,
আমি গামছা কাঁধে বেড়িয়ে যাবো
কাজের সন্ধানে।


তেলতেলে বালিশগুলি তখনো অকৃপণ গন্ধ ছড়াচ্ছিল
আমি আতঙ্কে বসে বসে ভাবছি
এই বুঝি শিশুরা জেগে উঠবে,
আমার চোখের দিকে তাকিয়ে বলবে
রুটি দাও,
তখন-
কি উত্তর হবে আমার?


অভাবী সংসার
নুন আনতে পান্থা ফুরিয়ে যায়,
চুলায় বিড়ালের ঘুম
হাঁড়িতে ব্যঙের ডাক
অভ্যস্ত হয়ে আছি বহুদিন ধরে,
ভাবি-
আমার ঘরে খাবার নেই
অথচ
বাবুদের ঘরে খাবারের প্রাচুর্য,
এ নির্মম বৈষম্য কবে থেকে চলেই আসছে।


তুমি পিতা হয়ে
এ কঠিন পরিস্থিতি কি করে মোকাবিলা করবে?
শুনেছিলাম
দেশ স্বাধীন হলে রুটির অভাব হবেনা
কোথাও শিশুদের কান্না শোনা যাবেনা
সম্ভ্রম রক্ষার জন্য মোটা কাপড়ের অভাব হবেনা,
অথচ-
সে গুলি বারবার কেন যে গল্প হয়ে গেছে ?


শোষণহীন সমাজের অপেক্ষায়
আমাদের আর কতো রাত জেগে থাকতে হবে?
আর কতো বঞ্চিত থাকবো আমরা
আমরা খেটেই তো খেতে চাই,
আমরা তো অন্যদের মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য কৌশল খুঁজিনা,
গণতন্ত্রের কথা বলে বারবার আমরা আর কতো প্রতারিত হব?


এবার ভাবছি
আরেকটা স্বাধীনতা সংগ্রাম আমাদের দরকার,
সে সংগ্রাম হবে গণতন্ত্রের নেকড়েদের বিরুদ্ধে
বঞ্চিতের সম্মিলিত বিপ্লব,
খোল নলচে পাল্টিয়ে একটা নতুন বাসযোগ্য পৃথিবী গড়ার।