বেঁচে কি আছি ২০২০ তে?
এই খবর ছড়িয়ে আকাশে -বাতাসে  
আমি মানুষ!
আমার চারপাশে রাত-দিন হাহাকার
মুমূর্ষু আর মৃত মানুষের ভীড়ে
তার মাঝে নিয়ে চলি জীবনের কলঙ্ক
কত শরীরে রোপণ করা  বীজ
আমি বেঁচে আছি কি না
তাই নিয়ে চলে কতশত পরীক্ষাগারে
এ ব্যথা মানুষের বড়ো ব্যথা


বেঁচে কি আছি ২০২০ তে?
জীবনে করেছি ঘোষণা মৃত্যুর তীরে দাঁড়িয়ে
ঐ যে দেখা যায় শিশু থেকে বুড়ো
সবাই দাঁড়িয়ে মৃত্যুর বৃত্তে
মরে যাওয়া এর চেয়ে ধের ভালো


এই আমি দাঁড়িয়ে  দু'নৌকায়
বেঁচে থাকা আর মরা সমান সমান
চেয়ে দেখি কত কান্না ফিরে ফিরে আসে
আমি মানুষ - এই লজ্জা আমারও


বিকেল ভেঙে সন্ধ্যা আসে
আকাশভরা জোছনায়
আমার দু'পায়ে ঠেকে -হাজার হাজার মৃতদেহ
তবুও দেখছি আমি - বয়ে নিয়ে যাই কলঙ্ক


বেঁচে কি আছি ২০২০ তে?
এই প্রশ্ন পৃথিবীর  মানচিত্রে
আমি মানুষ শুধু বেঁঁচে থাকবো বলে
সারা শরীরে কলঙ্ক ঢেকেছি
পরিমাণ মতো প্লাস্টিকে।