পাপড়ি ফোটার মত শব্দেরা জোনাক জ্বলা রাতের বুকে ওড়ে, ধরতে পারি না । বাতাসে তার সুগন্ধ। আমার বেদনা আঁকা সাদা ক্যানভাস , শুকিয়ে যায় কান্নার দাগ ।এই দারিদ্রতা, এই দ্রোহ উপহাস ছোঁড়ে বাতাসে -----
সাদা পাতা ওড়ে ব্যবহারহীন শয্যার কোল জুড়ে


শূন্যতা আঁকে এই না-ছোঁয়া অধরা শব্দের অতৃপ্ততা, নিঃসঙ্গ উড়ে যাওয়া বালি হাঁসের বিষন্ন ডানা জানে,
এই ব্যথার গূঢ় ব্যঞ্জনা----