এখন আর আগের মতো সাহস হয়না
মানুষের সঙ্গে মিশতে
শাদা সকাল হেঁটে যায় ছায়া কেটে
দুপুর ভাঙে বিবর্তন


সূর্যাস্তের দিকে চেয়ে
অনন্ত সন্ধ্যা কাটাই বন্ধ জানালায়


অনেকদিন হলো মানুষ মানুষের থেকে দূরে
অথচ মানুষ ভয় পায় অন্য মানুষকে
মুখোশ -মুখ সামনে ঈশ্বর


আমার কাজের ঘরে ঈশ্বর
শোয়ার ঘরে সারারাত বেশ ভয়...।