ছোট ছোট আশাগুলোকে
ক্ষীণ হৃদয়ে জড়ো করি
তখন সময় ও আকাশ বেড়ে গেলে
তোমাকে বটগাছ ভাবি
যার নিচে নিয়মিত শান্তির আশ্রয় খুঁজি
সেখানে একই মনের স্রোতে
পিতার ঝুরি বেয়ে রক্ত
আমার সারা শরীরে নেমে আসে
তোমার শরীরের গঠন
আমার চোখ, মুখ , নাক মেপে চলে


তারপর তোমার মনের শেকড় থেকে
উঠে আসে নির্লিপ্ত
বেওয়ারিশ স্বপ্ন।