ভালো চাই, তোমার  ভালো চাই
আনন্দে,  সুখে, শান্তিতে থাক বাবা।


তোমার কাছে জীবনের বাজি রেখে
তোমার পথে হাঁটছিলাম
একটা শব্দ 'অবিশ্বাস'
তোমাকে কে, কারা যেন তাড়া করছে
আর
তোমার মধ্যে ধীরে ধীরে জন্ম নিচ্ছে
ভয় ও সংকোচ!
কিন্তু কেন?
যে বা যারা তোমাকে প্রতিনিয়ত ব্যবহার করে
তার কাছে পড়ে থাকো সবকিছু জেনে।
কত সহজে কথা দাও আবেগের চালে
এক চিমটে সন্তান স্নেহ, তাও কেড়ে নিলে!


ভালো চাই,তোমার ভালো চাই
আনন্দে, সুখে, শান্তিতে থাক বাবা।


আজ তোমাকে যে বা যারা সন্দেহ করে
তাদের তুমি প্রশ্ন করো
কেন?


ভালো চাই,তোমার ভালো চাই
আনন্দে, সুখে,শান্তিতে  থাক বাবা


শুধু তুমি আমাদের বাবা।