এক বুক ব্যথা নিয়ে আজ আমি বড়ই অস্থির, শরীর মন বিধ্বস্ত ক্লান্ত |
অস্থির এই সময় কল্পনা ভাবনা গুলো হচ্ছে বড়ই এলোমেলো |
নিস্তব্ধ গভীর রজনী আজ যেন সব নিরব শান্ত ধীর স্থির |
কবে যে হারিয়ে গেল
সময়ের স্রোতে দীর্ঘ থেকে দীর্ঘতর একাকী নির্ঘুম রাত্রি |
দু নয়ন দিয়ে বয়ে চলে অঝোরে নোনা জলের স্রোত |
নিমেষে ডুবলো যতনে গড়া স্বপ্নের তরী |
মিথ্যা ছলনার খেলায় যে ভালোবাসা খরস্রোতা নদী ভাসিয়ে দিল নিঃসঙ্গ জীবনের দু কূল |
আজ আমার হৃদয়ে প্রাঙ্গণে শুধুই হাহাকারের প্রতিধ্বনি |
শৃংখলবদ্ধ চারিদিকে ভরে ওঠে নিকষ আধারের প্রহর |
নির্বাসন নিয়েছে আজ আমার প্রেমের কবিতা |
গিটারের সুরের ঝংকার আজ বাজে না কেটে গেছে সুর তাল লয়, কবিতায় আসে না কোন ছন্দ |
জানি কবিতার  শব্দ চয়ন ছন্দ অলংকার অন্তমিল দিয়েছে আমার প্রাণ,  বড্ড চেনা জানা আপন তারা|
তবুও জীবন খুঁজে বারে বারে প্রেম শত আঘাত বুকে নিয়ে |
হারিয়ে যে ভালোবাসা হাহাকারে কষ্টের সাথে বিরাজ করে না বলা কথা কবিতার খাতায় |