এক,দুই,তিন করে চলে যায় বিরাগী রাত
তার থেকে সরে যাচ্ছে মৃত শব্দ
আমি সেই শব্দে হেঁটে যাই নত হয়ে
প্রার্থনায় অক্ষর ঘ্রাণ


বিরাগী রাতের শেষ ভাগে মস্ত আকাশে
রঙিন অ্যাকোয়ারিয়ামের স্পষ্ট মুহূর্ত
তমসার দাগ উত্তর - দক্ষিণের দৈর্ঘ্য ও প্রস্থ
অক্ষরের বর্তমান সংকট মুছে যায়
আমার অক্ষত অক্ষর প্রার্থনায়


নিজেকে ফিরিয়ে আনি শব্দের অলিন্দে
একেবারে নিবিড়  বিরাগী রাতে।