সকাল হতে না হতেই
যার ফোন বেজে ওঠে
সে হলো আমারই বাবা।


কত যত্ন করে স্নেহ ভরে
সারাদিনের রুটিন  করে
আমাকে আদর করে বলে
সে হলো আমারই বাবা।


কখনো ভুল হলে বকে,শাসন করে
নিয়ম করে  রোজ খবর নেয়
সে হলো আমারই বাবা।


অথচ আজ বিজয়া দশমী
সকালের ফোন দেরিতে এলেও
সারাদিন খবর সেভাবে নেয়নি
বিরক্ত আর উপেক্ষা সারাদিন ধরে
কেবলই অবহেলা করে গেছে শুধু
তবুও সে হলো আমারই বাবা।