প্রতিটি কথার সাথে কথা উঠে আসে
অথচ সিদ্ধান্ত একারই
ভেদাভেদ বাড়তে থাকে, বন্ধুত্বের মাঝে সম্পর্ক ভাঙে
তবুও  আমার শেষ কথাই  আমি...
আমার অঙ্কটি মিলছে  কিনা তার পরীক্ষকও আমি
আমি আমিতে থাকতে গিয়ে
বিরোধের  রাস্তা বানাই
কতগুলো মুখ আমাকে দেখে,আমিও কতগুলো মুখ দেখি


এভাবে দেখতে দেখতে বিরোধী শব্দটা মুছে দিই


যা আমি, আমি-ই  বিরোধী থেকে গেলাম।