স্বচ্ছ আকাশের সামনে দাঁড়িয়ে
আমি একা
বাতাসের আঁচলে  অধিকার করি
বুঝতে পারি নি  রাস্তাটার রূপ
ক্ষণিকের আনন্দের জোয়ারে ভেসে যাই
বিপন্ন-বিস্ময়ের ভেতরে
কে জানতো তার মাঝে  এত অধিকার
কেবল আমি ছাড়া
খোলা পথে আবেগে চোখের জল
মুক্ত মনে  সংলাপের কোলাজ
তবুও যেন নিস্তব্ধতা এঁকে দেয়
ভরা বুকে বিরক্তির রোদ্দুর
অপূর্ব ভাষায় জনপ্রিয়তার সুর।