একঘেয়ে লকডাউন জীবনে
চারদিকে এত খাঁ খাঁ, বাস, ট্রেন, স্কুল, কলেজ, গাছ,পাখি, আকাশ
কুটিল ভাইরাসে স্তব্ধ
অশান্ত মনে ভাঙা ভাঙা ভালোবাসা
পরিযায়ীর বিছানা ফুটপাত
হাঁটতে হাঁটতে ফেলে আসা দিন কথা
জমে ওঠে বিশ্বস্ত বুকে
মৃত্যুর শেষ সীমায়।


ক্লান্ত শরীর চিরনিদ্রায়
হাঁটা রাজপথে বিষণ্ণ রোদবেলা।