খড়ের ছাউনি ঘেরা বিশ্বাসের মায়া দণ্ড
ছোটবেলাকার স্মৃতিতে হেমন্তের বিকেলবেলা
অতীব দূর্বাঘাসের পরে মাটির তুলসীতলায়
যেখানে রোজ কুয়াশামাখা মায়ের মনযোগ
মায়ের ভেজা পায়ের দাগ খিড়কী পেরিয়ে
সারা ঘরে আলপনা রাঙা


আমারও মনে হত মায়ের শরীরের শীতলতা
স্নেহরসে অহংকার
মাটির দেওয়াল ঘিরে জ্বলছে দড়ির সলতে পরানো কাঁচের ল্যাম্প
ধীর-স্থির আলোতে ধরা পড়ে দারিদ্র্য


রাত্রির মুখে জীবনের সমস্তটাই দিন


দীর্ঘ স্মরণীয় সময়;আমার কাছে বিশ্বাসের মায়া দণ্ড।