ঘরের বাইরে, বাইরের ঘরে  
অনেকটা রাস্তা উজিয়ে
শিশির মাখা ভোরে  
এক হতচ্ছিদ্র ছবি
উন্মুক্ত আকাশে ছড়িয়ে।


আপন - পর, পর - আপন
বিপন্ন কয়েক প্রহর
মাথাভর্তি মাঠ ভাঙা  সন্দেহ
শরীর, শরীরে  
চেনা লোক অচেনা শূন্য দাওয়ায়
ঘোমটার আড়ালে বিশ্বাস হানে।


স্বচ্ছন্দে ভাবাবেগে
সঁপে দিয়েছিলাম বিশ্বাস
দিনাবসানের  অন্ধকারে
অবিশ্বাসের ঝড়ে হাঁকে


সম্পর্ক, রাজনৈতিক, পারিবারিক বাগানেও
বিশ্বাস  যখন  বিপন্ন।