বিশ্বাসের ভেতর এঁকেবেঁকে  সাঁতার দেয়
যে রঙিন মন
সেই পথ হারিয়ে গেছে আজ
অজানা এক অস্থিরতায়
তুমি আর আমাকে দেখতে চাও না
তুমি জ্যোৎস্নাময়  তোমার এক আকাশ একাকিত্বের
কথা  
আমার বিশ্বাসের ঠোঁটে  রেখেছিলে
তোমার চোখে  উষ্ণতার মায়া দেখে ছিলাম
দিন ও রাতের ব্যবধান মুছে ফেলে


তোমার ও আমার দূরত্বের মাঝে  জেগে উঠেছিল
বিস্মিত এক জীবন  যেন অবহেলায়
ঠক্কর খেতে খেতে খেতে


আজ যেন —
বিশ্বাসের ঠোঁট কাঁপতে থাকে।