রোজ তুমি  দৈর্ঘ্য প্রস্থ মেপে  কথা ভাঙালে
অক্ষরে অক্ষরে একটা সেতু তৈরি হয়
তারপর শব্দগুলো বারবার ভাগ্যের কাছে
ওঠানামা করলে নির্দিষ্ট পরিসীমার সীমা
ছাড়ালে প্রতিটি কথায় কথায়  
একটা অলৌকিক বিতর্ক  তৈরি হয়