কুয়াশা মাখা  স্বপ্ন
নরম  রৌদ্রু ঘিরে
বিষন্ন বেদনায় ছড়িয়ে  খণ্ড খণ্ড  স্মৃতি
ঝাপসা  আলোয় দাঁড়িয়ে
দিগন্ত  অবধি  লাল, নীল, সবুজের কুয়াশা সংসার
স্রোতের ব্যস্ততায় গা ভাসিয়ে


রঙ -বেরঙের স্বপ্নে  পুরনো  স্মৃতি  খেলা  করে
সেই বাড়ি, যেখানে  মার তুলসী মঞ্চ, জানালা থেকে মায়াময়  সুর ভেসে আসে
পাখিরা কত বাসনার কথা জানায়
বাতাসে বাতাসে ধ্বনিত  আত্মার নির্বাসিত দুঃখের গান


এসবই  মায়াময়  বসত মাত্র


ঘুম ভাঙ্গে জেগে দেখি
শুধু  নীলাকাশে  কুয়াশাচ্ছন্ন।