দু'এক ফোটা ছায়াসন্ধ্যা
আকাশ  ভাসায় পরি
বিকেল  স্নানে সূর্য  ডোবে
বৃষ্টি  মজে চাঁদের  ঘরে।


সোঁ সোঁ করে বাতাস বলে
গ্রাম ডোবে চাঁদ  যাপনে
মুষলধারে  চাঁদ  ডুবে যে
চাঁদ  তখনই  রাতের পানে।


নদীর  কাছে  জোয়ার  জল
চাঁদের  ঘরে  ডুবছে সব
শাদা শাদা যৌবনে  তার
ভাটার তোড়ে  যায় যে শব।


আজ বসন্ত  জ্যোৎস্না পাখি
ভিজে  শরীরে  সারা রাত
বৈষ্ণবী সুরে অভিসারী ঢং
খোলা  প্রেম বৃষ্টির সাথে চাঁদ।