হঠাৎ গাছের নীচে বেকুবের মতো দাঁড়িয়ে ছিলাম
রোদ্দুর মুছে ঝরা বৃষ্টিতে
কিছুটা সময়  মাথা উঁচু করে পাখিদের
নিজস্ব স্বাদ আহ্লাদ দেখেছিলাম
আর ওদের পরিশ্রম মুগ্ধ হয়ে  ভাবছিলাম
দিগন্ত ঘেরা মেঘেদের উল্লাস দেখে
আমিও মজা পেয়েছিলাম বেশ
তারপর অর্ধেক ভিজতে ভিজতে
অনর্গল ভেজার কবিতা লিখে
রকেটের মতো উড়িয়ে   দিলাম ওদের কাছে