একটা দিনের শেষে আর একটা সন্ধ্যা নামলে
চাঁদ এসে সমুদ্রের জলে খেলা করে
লোকারণ্যে মিশে যায় চাঁদের ছায়া
যেখানে দূর সমুদ্রের মাঝিরা
জাল ফেলে লক্ষ্যভেদ করে
অনতিদূরে মাছেদের খেলাঘর
তাতে জোছনার  সহজ কথোপকথন
তখনও সমুদ্র সৈকতে হাত ধরে চলেছে
আমার স্নেহময়ী দাদা
কিছুক্ষণ দাদার বুকে মাথা দিয়ে বসি
চাঁদ ও সমুদ্রের পাশাপাশি
তন্ময় হয়ে পরস্পর পরস্পরকে
চিরন্তন ভ্রাতৃত্বের বন্ধনে জড়িয়ে ধরি।