সূর্যের চোখে চোখ দিয়ে এগিয়ে যাচ্ছে শরৎ আকাশ
মাঝে মাঝে স্বরবৃত্তের মাত্রা
বিকেলের ঝোড়ো হাওয়ায় বেজে ওঠে  অক্ষর তান
আমি এক একটা অক্ষর আলাদা করতেই
কাশের গায়ে লেগে যায় উৎসব
গ্রাম জুড়ে রোদমাখা ঢেউ গায়ে মেখে এগিয়ে গেলে
শ্রাবণ বরাবর  মেতে ওঠে
আমার মাত্রা ভাগ করা অক্ষরগুলো
ঠিক তখনই  চোখে অপরাজেয় হয়।