তুমি কেন রাগ করো
মিছিমিছি ঘরে
তোমারই সিলেবাস নিয়ে
ওরা আজ পড়ে।


স্মৃতি খুলে দেখো তুমি
বছর কয়েকের কথা
এমনতর দাঁড়িয়ে তুমি
দিয়েছিলে একই কথা।


এখন তুমি হাম্বা করো
ওদের সাথে বেশ
তোমারই  ক্ষমতার জোরে
দিচ্ছো যতখুশি কেশ।  


  
দেখো এবার খেলা দেখো
জাদু দেখো সাথে
এক পলকে তোমার মতো
বাজি ফাটাবে রাতে।


ভানুমতির খেলা দেখো
তোমার ভেলকি বাজি
তোমার সাথে পারবে না যে
রাখতে পারো বাজি।  


তোমার এখন মাথা ঘোরে
সিংহাসনের জন্য
তোমার থেকে ওদের হলে
সবাই হবে ধন্য।  


কথায় কথায় উন্নয়ন
খেলছো বেশ  খেলা
জনগণের টাকা থেকে
করছো বেশ মেলা।  


মরছে চাষি, মরেছে বেকার
মরছে জনগণ
হিসেব নিকেশ রাস্তা জুড়ে
তোমার বিজ্ঞাপন।


তোমার জন্য ওরাই ঠিক
কেউই তা চায় না
তোমার অত্যাচার আর
সহ্য যে হয় না।


তাই তো সবাই পণ করেছে
পরিবর্তন এবার চাই
তোমার যতই থাকুক বুদ্ধিজীবী
সিংহাসন পাল্টাবই।