রথ এইদিকে — জনপদ, রাস্তা জুড়ে
রথ চলতে শুরু করে মাটি মাড়িয়ে, এখন তার পাশে শ্রদ্ধার ঘর
মানুষের কোলাহল দীর্ঘ অপেক্ষায় কেটেছে কাল।


নেমেছে পথের প্রান্তে, অস্থির পাঁজর রথের রশ্মি
অগণিত হাত, নীরবে কিছু মুখ, আম, কাঠাল আর মাটির সান্নিধ্যে
আলো জ্বলে ওঠে
তার দ্যুতি কোমল কুঞ্জের  প্রলম্বিত ছায়া ঘিরে
দুরন্ত এই রাস্তা ঘিরে আনন্দের মৌন ইতিহাস হয়
চলন্ত রথের পায়ের বিদ্যুতে।