নিজের  ভিতরের  ক্ষয় -
তোমার নিজের বড়ো  শত্রু


তোমাকে ভেতরে ভেতরে কুরে কুরে , ঝাঁঝরা ও ফোঁপরাকরে দেবে।
তুমি  একদিন হবে নিঃস্ব,সর্বস্বান্ত ।
ধ্বংসের পথে, অবলুপ্তির পথে হাঁটবে...
তোমার অস্তিত্ব
নেতিবাচক চিন্তার জালে
তুমি নিজে নিজেই আটকে যাবে
তোমার ভুল ভাবনার বৃত্তে
এখনো সময় বাকি...
নিজেকে না ভেঙে বরং গড়।
নিজেকে না ক্ষয় করে বরং নিজেকে তৈরী কর।
নিজেকে ধ্বংস না করে বরং সৃষ্টি কর।
নিজের মনকে খুন না করে  বরং বাঁচিয়ে তোলো
নিজের আশা, ইচ্ছা, স্বপ্নের  রঙে।
দেখবে তোমার ঝুরঝুরে, নড়বড়ে স্বপ্নের  ঘরটার স্তম্ভ একদিন ঠিক
শক্ত হয়ে দাঁড়াবে।
কখনো আর অন্ধ বিশ্বাস থাকবে না আর
দেখবে...
তুমি  নিজেই তোমার বন্ধু, পথপ্রদর্শক ও দার্শনিক।


শুধু নিজের চেতনায়  বিশ্বাসী হয়ে ওঠ...