অথচ ভয়ংকর দিনগুলো  ছুঁয়ে
জ্বলে ওঠে বিপন্ন জীবন
গলি পথ পেরিয়ে  তুমি হেঁটে যাচ্ছ
তোমার বাক্যহীন প্রশস্ত পথে
অন্ধকার রেখে গেছে মায়াবী পৃথিবী
তবুও চোখ দূর্লভ দৃষ্টি
যা লোভের থেকে আরও ভয়ংকর
সত্যের  অভিনয়  বেজে চলে
প্রতিটি মেলার প্রাঙ্গণে
প্রকাশ্যে মিথ্যের ভাঙা গড়ার খেলা
আমি নিবিড় দীর্ণ আলোর  জানালার পাশে
দেখে যাই তোমার  সুললিত  
চেতনার ছবি...