দেখ চেয়ে...
আমার চোখে আর জল নেই
নীরবতা মুছে দিয়েছে পাষাণ পরিচয়
কেবলই সমুদ্র বাতাস ফিরে যায়
তোমার  বধিরতা নিয়ে
তুমি নিজেকে বিছিয়ে দিয়েছো
তোমার একাকিত্বের সৌজন্য
আমি শিখে ছিলাম তোমার কাছে
ভালোবাসার গনিত


তুমি যতটা দেখে খুশি হও ঠিক ততটুকু
সময় অপেক্ষা বেশি চাইনি
সকলের মাঝখানে  কত অনায়াসে
অবিশ্বাস করো তুমি
অথচ তোমার মুখে কত বিশ্বাসের বাণী
সহজেই বলে গেলে সৈকতে
কখনো দুপুররাতে  যখন  সে কথা মনে পড়ে
আমি কাল্পনিক চোখে চোখ রেখে দেখি
আমার চোখে কোনো জল নেই
চোখের জলই শুকিয়ে গেছে।।