চোখের পাতা নামে বিপদ বুঝে
সময় মেপে সন্তর্পণে
হৃৎপিণ্ডের বিরামহীন কথা চলে
সঠিক দূরত্বের ব্যবধানে।


শরীরি সংযোগে রক্ত ধমনী শিরা
ভৌগলিক মানচিত্র ছুঁয়ে
অবশেষে অস্তি মজ্জায়
দাঁড়িয়েছে অতন্দ্র প্রহরায়...


আপন স্বার্থে দিন রাত নিজস্ব উত্তাপে
উগ্রতার পারদে উন্মত্ততায়
অলিন্দ নিলয়ের চারপাশে
ভীড়ে গেছে প্রতিহিংসার উল্লাসে।


নাটকের অভিনয়  দিগন্তের শেষে
পূর্ণতার পরিচয়ে
অপূর্ব হাসি ছদ্মবেশী  নামাবলীতে
গোটা শরীরটা জড়িয়ে।


মিথ্যার অঙ্গিকারে সদর পথে
ঈর্ষা ও হিংসা স্বৈরাচারী মন
বিজ্ঞাপনে লালসার আমন্ত্রণে
দাঁড়িয়েছে সারাক্ষণ।


চোখের পাতার ওঠা নামায়
হৃৎপিণ্ডের আলাপচারিতা
শুধু ভুল পথে নিয়ে যায় হেঁটে
সুঠাম শরীরে মিথ্যা মৌনতা।


             ---০0০---