ছোট্ট গ্রামে ঘুমিয়ে আছে
     মায়ের শরীরখানি
নিসর্গতার যে রঙটুকু সব
     ছড়িয়ে আছে জানি
দিনেরাতে ও আলো জোছনায়
     রূপ যে অপরূপ  ---
মা'কে দেখে চমকে উঠি
     আনমনে দিই ডুব।


মায়ের কাছে শিখেছি পথের
     শৃঙ্খলে সে বাঁধা
ভালোবাসার স্বাদ টুকু শুধু
     ছন্দে হৃদয় সাধা।
আম -জামগাছ দোদুল দোলে
     জোনাক জ্বলে নিভে
সারা বাড়ি জুড়ে মা যে আমার
      জ্বালিয়ে রাখে প্রদীপে।