কি দেখলে, তা নিয়ে এতো কথা?
এখানে যা কিছু সাজানো — সবই তো আমারই
এখানে যাঁরা বসে আছে - তাঁরা সব আমারই লোক
ওঁদের যা বলাই, তা বলেন!
তা বলে চাটুকার বলবেন না
আসলে ওঁদের কি দোষ বলুন
আমি খাই;ওঁদের খাওয়াই
আমি যা পাই; ওদের ভাগ করে দিই
তাই তো ওঁরা শিরদাঁড়া বন্ধকী রেখে
আমার কথা গুলো বলে যান।


চিৎকার করবেন না...
যা করছি ভালো করছি
আমার সৃষ্টি তো; ক্ষতি কি?
চুপ! একদম চুপ!  
আমি তো সারাবছর ওঁদের দিই
তা বলে ওঁরা আমায় দেবেন না!
আমার ঝুলি শূন্য হওয়ার আগে
সজ্জিত মঞ্চে
ভাগ করে নিই - আমার পাওনার এতটুকু
ঝলমলে পুরষ্কার....