স্টেশন পেরোচ্ছি,একা একা পেরোচ্ছি
এপার থেকে ওপারে যাবো বলে
সম্পূর্ণ  এই নতুন পথে
হৃদয়ে এঁকে রাখা এই পথ যাপনের কথা
এভাবেই সময়ের পর সময় এগিয়ে যায়
তবুও  পথ পেরোবো একাকী নির্জনে
কেউ কোথাও নেই,নেই কেউ আমার
স্টেশনের পথে নেমে  আসছে মায়াময় অন্ধকার


স্টেশন পেরোচ্ছি, একা একাই পেরোচ্ছি
এপার থেকে ওপারে যাবো বলে
আমার কেউ নেই, তবুও
আঁধার ভেঙে আমার সামনে এসে দাঁড়ালো আলো
বাতি জ্বেলে আমার অপেক্ষায় কে ও?


আমারই প্রিয় দাদা,কত দিন, কত মাস
অপেক্ষায় আছেন স্টেশনের ওপারে অক্ষয় বটের মতো
দুবাহু জড়িয়ে বুকে আগলে ধরেছেন
তাঁরই জন্মদিনে...