আমার সামনে পেছনে ঘাত-প্রতিঘাত
ভয়ের বাতাবরণ নিজের ছায়ায়
আশ্চর্য কিছুই নয় ভাবি
দূরে -কাছে রক্তের টান
তার সাথে রোজ রৌদ্র আর জ্যোৎস্নার উত্তাপ
মেঠো ঘাস পুড়ে যায়,
অন্ধকার হারায় বিশ্বাস, বিষাদ


জুলুজুলু চোখে   চেয়ে থাকা
অফুরান অভাব
ধারে -পাশে মৃত্যু জাল
ঘিরে রেখেছে দু'এক মুঠো মায়া


আশ্চর্য এই জীবন ধারাপাত
যেখানে লেখা হয়  


দরিদ্র মঙ্গলকথা।