১.


আমফানেতে পাড়ায় পাড়ায় ভেঙে গেল ঘর
নেতায় নেতায় বুদ্ধি করে টাকা চুরি কর
এইতো সুযোগ পকেট খালি
কতজনের টাকা কাড়লি
খাতা কলমে  সংখ্যাটা বাড়ছে পরপর।


২.
এবার ভোটে জেতালে রেশন পাবে বিনা মূল্যে
মনদিয়ে শুন ভাই শুধু এবার কথা রাখলে
আমাদের জনসেবা
দেবোনা পরিসেবা
অনেক দিয়েছি আমি  না হয় এবার এই  পেলে  ।


৩.
পাড়ার নেতা ভোলা বাবু একবাক্যে চেনে
চোখ দেখিয়ে কাজ করে দলে নেয় টেনে
সময় সুযোগ পেলে
মাগির কাছে গেলে
এইটুকু স্বভাব তার সব মেয়েরা জানে।


৪.


ভোর হলো দোর খোলে মিথ্যাতে শুরু হলো
সারাদিন মানুষকে হাসিমুখে এমনই ঠকালো
মানুষ শুনে চুপচাপ
ভোট নেয় শুধু ছাপ
জোর করে  মানুষের মনগুলো  এভাবেই কাড়লো।


৫.


মানুষ আজ ভয়ে ভয়ে ঘরের মধ্যে থাকে
তাদের নিয়ে রাজনীতি পথে ঘাটে ডাকে
এতো মানুষ মরছে
সংখ্যাতো কমছে
দিনে রাতে হিসাব করে  মিডিয়াতে বলে ফাঁকে।  



৬.
করোনাকে তোয়াক্কা করে রাস্তায় দিদি ঘুরে
মোদিজির কথা কেন মানব এমন করে
এখন কেন তবে
ঘরেতে এখন রবে
রাজনীতির ঢোল বাজাও জোর করে


৭.
নেতারা খেলছে জনগণ দেখছে ঘরে
দুপায়ে বেড়ি পরা বেরোবে কেমন করে
সপ্তাহে দু'দিন
চলবে লকডাউন
এসব ভোটের লড়াই   করোনা থাকছে দূরে।    



৮.


বড়োসড়ো ঘোষণা জনগণের  কাছে
বিনে পয়সার চাল সারাবছর আছে
এবার দিলে ক্ষমতা
পাবে সব জনতা
এমনই কথাযাপন নেতা মন্ত্রী রাখছে।


৯.


আমফান ঝড়ে ক্ষতিপূরণ শতাংশ
আমি মুখে বলিনা  সবাই প্রশংস
রাজ্যের জনতা
চিনেছে আজ তা
গরীবরা আজ  ঘরে ঘরে  বিধ্বংস


১০.


আজ কেন বসে বসে বাদাম ভাজা খাও
প্রতিদিন ঘোষণা বিজ্ঞাপন দিয়ে যাও
কতকথা ঢাকো
মিথ্যা আঁকো
জনগণ এবার সত্যিই ভোট করে দেখাও।