আকাশে এখনও তারা ওঠে ভূগোল মেনে
প্রতিটি সময় পার করে আহ্ণিকগতি  
কত রঙের ছোঁয়া গাঁয়ে শহরে    
লাল থেকে নীল সাদা শাসনের জোরে


অবিশ্বাস ভেঙে  বিশ্বাস  মুখোমুখি
হাত নাড়িয়ে নীল সাদার প্রতিশ্রুতিঃ মিথ্যা রক্তাক্ত
প্রতিশ্রুতি শুধু  দশ বছর আগের কথা  
জোর করে মানুষের মন ;  জরিপ প্রতিবেদন


এই দশবছরে অসংখ্য বাক্যমালা  পরিবর্তনের আঙিনায়
তোমার হাতে শাসন-শাসক ;হুঙ্কারে মাতোয়ারা
চাকরি, কাজ, উন্নয়ন  দেশের সেরার সেরা
দেখছে রাজ্যবাসী  এখন   নীলের ফতুয়া জারি


সারা রাজ্যের শরীর  আজ বেঁধেছে  তোমার ছবির বিজ্ঞাপন
কত বক্তব্য আদব কায়দায় কতভাবে কলাকৌশল
এ সব তোমার অভিনয়; জনগণ নিয়ে  খেলা
সুকৌশলে নীল সাদা পোশাক  পরেছে সখের বুদ্ধিজীবী


দশ বছর আগেও সেদিন ছিল ভূগোল গাণিতিক নিয়ম
এখনও তাই আছে শুধু পাল্টেছে মিথ্যার শাসন
জোর করে কেড়ে নাও সাধারণ গণতন্ত্র
রাজ্যবাসীর মুখে শুধু   নীল-সাদার বিজ্ঞাপন মন্ত্র  ।