দেখ,এই মুহূর্তে যদি মরে যাই
যাকে বাবার আসনে বসিয়েছি  
তাকে আর বাবা বলে ডাকতে পারবো না


শুধু বাবার অপেক্ষায় চেয়ে চেয়ে থাকা
অন্যের কারণে অপমানিত হওয়া
তবুও স্নেহের খোঁজ আর পাবো না


দেখ,এই মুহূর্তে যদি মরে যাই
বাবার মনে কিছুটা দু:খ এলেও
আমার বাবা ডাক আর ডাকা হবে না।


দেখ,এই মুহূর্তে মরে গেল
আমার বুকের উপর লিখে দিও...
'স্নেহহীন শূন্য বুক"