আজও  অন্ধকারের ছায়ায়
জেগে আছে  মুমূর্ষু দরিদ্র রাত
বিস্তৃত রাত ঘিরে আসমুদ্রহিমাচল খিদে।


দেশ তো ভূগোল জানে
চড়াই-উতরাই পথ বেয়ে
যন্ত্রণা নিয়ে কত পথ হেঁটে  যায়
পেটে  অনন্ত খিদে নিয়ে।


হে  পরোপকারী —
আমজনতার টাকায় করে যাঁরা  মহোৎসব
পরের জন্য যাঁরা  জীবন উৎসর্গ  করে চলেছে
এই পঁচাত্তর বছর ধরে...
তাঁরাই  শুধু ইতিহাসে লেখা থাকে
ক্ষমতার সাথে সাথে।


দেশ তো আবার ইতিহাসও
যাঁদের রক্তে রাঙা এই জন্মভূমি
তাঁদের পাশে আজ বা কে!


খিদের ভারে ফুটপাত কাঁদলেও
কাঁদেনা ওঁরা, হাসে শুধু কতগুণ ধনী চোখে
ওঁরা দেশের মুখ,যাঁদের জন্য গোটা দেশে অন্ধকার নেমে আসে
তাঁরা স্বমহিমায় মানুষের  মনে
অথচ আসমুদ্রহিমাচল খিদে নিয়ে
পঁচাত্তর বছর পেরিয়ে এলেও
এখনও দরিদ্র রাত বেড়ে চলে।