অর্ধ উলঙ্গ  শরীরে  ফুটপাতে  একটা  শিশু
নরম শীতে শরীর  জোড়ানো  রোদে
বলে যায় শাসানো ভয়ংকর  গোপন  কথা


কি ভাবে অত্যাচারিত  সারাগায়ে ক্ষত
বাবা -মা  বাড়ির কোণে ভেসে গেছে রক্তে
আমার মনে কষ্ট  হলে আদর করি স্নেহে


ব্যথার  মলম লাগিয়ে  ক্ষতে দুঃখ  ভাগ করি
ফুটপাত থেকে   একটি  নির্জন   ঠিকানায়


সেখানে  দুজন  অভাবের  ঘরে   আনন্দ ভাগকরি
পরস্পর চিনতে চিনতে  বৃষ্টি আসে, অন্ধকার  নামে...


অচেনা  হয় এই 'দেশ'।