ক্ষয়ে যাচ্ছে দূরবর্তী গ্রাম - শহর
আকাশ থেকে ঠিকরে পড়ছে
লক্ষভেদি সুরের জ্যোতি
পাড়ায় পাড়ায়, মোড়ে -মোড়ে
দেবদেবীর ঘর হয়ে ওঠে
আমি প্রার্থনা করি দু'হাতে  তাল আর রাগে
সামনে ভয় - ধ্বনি ও ইশারা
নড়ে  উঠলো ক্ষয়ে যাওয়া
গ্রাম-শহরের ধ্বনিমুখ নন্দন।