আমি এখন ভাঙতে ভাঙতে
আমি পাথর হয়ে গেছি
তোমার শক্ত শক্ত কথাগুলো
আমার মনকে আরও শক্ত করে দিয়েছে
আসলে  আমি তা এমন ছিলাম না
তোমার দেওয়া কথাগুলো  হিসাব করে চলতে চলতে
কখন যেন তোমার মতো হয়ে গিয়েছিলাম
অসম্ভব রকমের তোমার দু:খগুলো
আমি আমার অনুপাতে সাজিয়ে নিয়েছিলাম
কিন্তু তখনও বুঝে উঠতে পারি নি
যে আমার হৃদয় এভাবে পাথর হয়ে যাবে
আমি দোষ না করেও
অকারণে দোষী সাজিয়ে দাও কত সহজে
নাটক নাটক খেলতে খেলতে তুমি
ধার করা এক অভিনেতা হয়ে উঠলে।