সব শর্ত মেনেই  
এখনই তার খোঁজে বেরিয়ে পড়ি।
চারদিক নিঃশব্দে মোড়া  বিশাল বাহিনীর ঘেরাটোপে
যেখানে  প্রতিবাদ জ্বলছে  
বাতাসে বারুদের গন্ধ
সমস্ত পথে একক শূন্যতার ছবি— মৃত্যু মুখ
বাতাসে ভেসে আসছে— ১৪৪ ধারা
আমি ছাড়া...
কারোরই প্রবেশাধিকার নেই


হঠাৎ একটা শিশু
যার মুখে সরলতা মাখা
মুহুর্তে ছুটতে লাগলো
ক্রমশ কয়েকটি গুলির আওয়াজ
ছুটে গিয়ে দেখি —


এখনও ১৪৪ ধারা চলছে দেখি!