দশ বছর। এপার -ওপার। উন্নয়ন মুখোমুখি।
অভাব। মৃত্যু। বাসস্থানহীন। নিরুপায় দেখি।


মুখবন্ধ। স্বাধীনতাহীন। বোকা বানানো। মানুষ ।
বেচারা ভুলে। মৃত্যুর লাইনে। শাসন পরিহাস।


গনতন্ত্র লুট। জনগণের প্রাপ্য। রঙিন পোশাক।
ভিখারি নিজে। পরমানন্দে চুরি। জনগণ। অবাক।


শিক্ষা, স্বাস্থ্য।প্রশাসন, শাসক।সময়, উন্নয়ন।মিডিয়া প্রচার
সুতোয় বাঁধা। পুতুল খেলা। বোকা হদ্দ। দুয়ারে সরকার।


অবুঝ মন। সমাজবদ্ধ। চোখে চোখে। উর্দিপরা। চামচেবাসী।
আমার -তোমার। রাতদিন  ভাঙা। সমস্ত স্বপ্ন। নিতিয়াবেশি।


কথার কথা। ক্ষমতার গৌরব। উন্নয়নহীন। শূন্য ঘর
দূরে দূরে। নিজেদের ভোগ। গালভরা। দুয়ারে সরকার।    


মিটিং।সভা মিছিল।টাকা। দিব্যি জনগন। আকাশ নেতা।
লাইন ধরে। রোদ খেয়ে। দুপুর আঁকে। কোলাজ পাতা।


হিংসার প্রকাশ। নিরব প্রশাসন। বিক্রি রাজ্যবাসী
ঘরে ঘরে। হাত পা গোণা। দলের কথা। এবার ফিরে আসি?