সময় বিগত হলে ইতিহাস নামে শান্ত শরীরে
তাৎক্ষণিক উল্লাস কাঁপিয়ে তোলে ঋতু সঙ্গমে
আবদ্ধ ঘরের দরজা খুলি,পুরনো বইয়ের সাথে বিচ্ছেদের দ্বন্দ্ব হাতে হাতে
ধুলোপড়া বইগুলো ঝেড়ে চুম্বন করি বিবর্ণ সময়ের কবিতা, গল্প,উপন্যাস
ঠোঁটে লেগে যায় আনন্দ মায়া
দেখতে দেখতে অন্ধকারে এক আবেগ কাজ করে
মুহূর্তে দেওয়াল থেকে খুলে পড়ে দু'একটা  লোকান্তরিত তারিখ
তাঁরা আজ আর নেই বাড়িতে
শুধু চারিদিকে পড়ে আছে—
তাঁদেরই পুরনো  বইয়ের সারি
পোকার কোলাজ আঁকা অনবদ্য সৃজন
আমি ধীরে ধীরে বইয়ের পাতা খুলি
চোখের সামনে শব্দ শাসন লালদাগ জুড়ে...
এই আমার অভিধান, জড়ো করি আলাদা সাদা পাতায়
তীব্র  উষ্ণতা জাগে হৃদয়ে
সারারাত যত্ন নিই
বইয়ের পাতায় কেটে যায় ঈশ্বর সুখ
গভীরতা বাড়ে পুরনো বইয়ের পাতায় আর দু'একটি সম্পর্কের টুকিটাকি।